We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Andhaar Er Doshti Bochhor

by Atmahatya

supported by
stomachgrinder
stomachgrinder thumbnail
stomachgrinder Was so sick to hear death metal being sung in Bengali!! Love it - don’t think Orator has sung in Bengali! Keep up the sick work and look forward to to buying some merch if you guys will print some stuff up!! Favorite track: Andhaar Er Doshti Bochhor.
Warangelic
Warangelic thumbnail
Warangelic Groovy, savvy, brootal death metal from my South Asian brothers. Favorite track: Andhaar Er Doshti Bochhor.
Som Bhattacharyya
Som Bhattacharyya thumbnail
Som Bhattacharyya Atmahatya still bring it. The returning veteran Kolkata death machine has riffs and hooks for a neck ache. Technicality, oodles of old school charm and just enough hints of modern death and core sounds make this a fking amazeballs listen. Fans of best works of Blood Red Throne and other modern death metal bands will dig this. Highly Recommended. Favorite track: Mritoder Ondhokup.
/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $4.99 USD  or more

     

1.
শহরের কোনও ব্যর্থ কোণে, ঘুরে ফেরে আমার পুরনো সংগ্রাম পদধ্বনি সেই পরাজয়ের, শুনে গেছি আমি অবিরাম আমি মরেছি, মরে বেঁচেছি, ফিরে এসেছি বাঁচতে আবার শুনে দেখোনি, দেখে বোঝনি, মহাকাল যত বলেছে কথা মনে, ঘরে বসে, হয়ে যায় না তাজমহল রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর মনে, মনে মনে, বসে ঘরে বসে রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর বেঁধেছে হাত, বিধাতা আমার নেমেছে রাত, এখন আমার ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায় দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায় জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার গুলি ছোটে আজ সবার মুখে, মনে তবু সেই অন্ধকার আঁধারের এই দশটি বছর, বিধাতার এক উপহার কত মিথ্যা, হাসি ঠাট্টা, দেখে গেছি আমি অবিরত নিরুপায় লাগে, আজ নিজেকে, পরিকল্পনা সব মিথ্যে হায় আছি তবু আছি, আছি তোমাদের মাঝে ভালো আর মন্দ, সবই মনের ভুল আছি, আজও আছি, আছি তোমাদের মাঝে ভালো আর মন্দ, সবই মনের ভুল বেঁধেছে হাত, বিধাতা আমার নেমেছে রাত, এখন আমার ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায় দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায় জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
2.
Soaring, the pain is killing, Your dreams are dying, Crushed by the democracy of your father's... Blinded by the faith and colours, Cast and the creeds of this world, You chose to remain in darkness, Your slavery will not save you Our life can grow on its own, Funerals are done by others, There is no God in my mind Your Gods are dead to the poor Your plan of faith is fake, A grand scheme of hypnosis Questions are only saviours, Opposing is your lifeline Shackled inside your blinding faith Your minds are tied in chains Let your fear rise above the tyranny Blinded by the faith and colours Cast and the creeds of this world You chose to remain in darkness, Your slavery will not save you Outside Inside Your other side is also fake What I can do Die for a cause Now I can see A Thousand Ways to die For someone's freedom Are you ready to fight and die?
3.
Rise, rise from the ashes, Tearing through the time They came and devoured the land. Lane, you got a suicide lane, We walked, got a simple truth to realize! There was story of the people you forgot, you forgot all.... Dead, and your conscience (is) bleak You are brainwashed Like a lion in herd of sheep..... Death dealers we call them, with power, empire They had it all to suck up blood and wealth of nations Plunder, you've done many times! Beholders ! your silence is eternal.... We were living in mud house, Thinking of our own deeds What we used to dream of, Your greed... destroyed it this way..... We bled long, On to the cannons and trees Now we still bleed, Seedlings are feeding on (our) miseries When Systems Fail... we make wealth out of suffering; Dealers of death and destruction, flourished all the way, with wars they waged This way... A quasi government, an evil empire, Impeccable propaganda and planned execution! Bengal has always been ravaged, by the powers of distant lands never it came across a foe, sundered its life and trade! Sufferings of centuries, broken wings and people's will Our sources of wealth dried up, (we) became elements of the slaves When Systems Fail we make wealth out of suffering; Dealers of death and destruction, flourished all the way, with every war they waged
4.
1971 04:16
বাতাসে ভেসে আসে, পোড়া মাংসের গন্ধ, জমাট বাঁধা রক্তের মেঝেতে, পিছলে পড়ছে আজ মনুষত্ব! লাশেদের ভিড়ে শুয়ে শুনতে পাই, মানুষের আর্তনাদ, বীরাঙ্গনারা মনের অব্যক্ত কোণে, মরতে চায় ক্ষণে ক্ষণে, হতে চায় শহীদ মৃত্যু, হয়ে হানবো আঘাত, ছিন্ন করবো কণ্ঠনালী তোমার রক্ত, চাই রক্ত তোমার, জাতিকে দিয়েছি কথা বেয়নেটে গাঁথা, আমাদেরই ছিন্নমুন্ড, পাঁজরেতে আঘাত, শাসকেরই বুটের দম্ভ হঠাৎ রাতে আসে, মৃত্যুরই পরোয়ানা, নিয়ে যায় চলে যে,বেঁচে থাকা আত্মসম্মান যে হাতে বুনেছি, মানুষের গায়ের কাপড়, সেই হাত আজ লিখবে, বিদ্রোহী মারণ মন্ত্র কি দাম দিয়ে কিনেছি বাংলা, আজ এস বলি তোমায়, কত রাত্রি জেগেছি আমরা, দেখতে এই স্বাধীন আকাশ আজ রাতে ঘুম আসে না, কানে বাজে ওদের চিৎকার তারা ছিল আমার মা ও বোন, আমার পিতা ও সন্তান শূন্য, চোখে দেখছি আবার, শয়তানের এই হত্যালীলা ছিন্ন ভিন্ন হচ্ছে আমার, দেশমাতার অন্তরাত্মা গুদামেতে ঠাসা, সারি সারি মৃতদেহ, শকুনে কুরে খায়, জাতিরই মানচিত্র ভাঙতেই পারো তোমরা, আমাদের হাড় পাঁজর ফিরে আসব আবার, খুঁড়ে যেতে তোদের কবর যে হাতে লিখেছি, দরদী কাব্যগ্রন্থ, সেই হাত আজ ধরবে, সর্বনাশের অস্ত্র কি দাম দিয়ে কিনেছি বাংলা, আজ এস বলি তোমায়, কত রাত্রি জেগেছি আমরা, দেখতে এই স্বাধীন আকাশ আজ রাতে ঘুম আসে না, কানে বাজে ওদের চিৎকার তারা ছিল আমার মা ও বোন, আমার পিতা ও সন্তান
5.
See the backside of, Instincts that you've faked Don't think no one's watching, One day you'll be repaid Find the way through which you can live. You can prove your sacred dreams Don't follow the middle of road, You'll end up in a poser's shoes! It's all in the mind, Of a sharp edged weapon It cuts, it hurts, always are not the same I live, you live, Without a card of ace You die, I die I've my joker in hand I’m the last one of, Enemies those you’ll face Run fast, don’t sit, relax, Don’t think you’ll be saved Suffered, stabbed, wounded, The world gave an empty choice What if I can destroy? Impurities of the race Genocide syndrome in me, Destruction of your sympathies Behind the wreck of sanctum, I can see your face ugly Annihilation! Annihilation!! We are in the verge of annihilation; In this race of imbecile reason, Aren’t you trapped in this gutter? Power, only comes through infinite focus, Within your primitive structures, Sufferings will be forever!
6.
রাত্রি নিশীথ শান্ত,ঘুমে প্রতিবাদের খসড়া,লিখে ভয় পাই তখন,যখন আয়নাতে নিজের মুখ দেখতে পাই, বুঝে যাই, আমি এক ক্রীতদাস; বলিদান বিস্মৃত, আজ কেন, অঙ্গীকারের যুগ এ, মিথ্যে স্বেচ্ছাচারের সাজা, কে পায়! ক্রীতদাস আজ আবার, আমরা বয়ে চলি স্বাধীনতা, মিথ্যা শুনতে চাও কি আবার, ভুলে যাওয়া, সব সত্যি গুলো অহেতুক মিথ্যা যা বলেছ, মিশেছে গভীরে। বক্ষে হাত রেখে বলো, ভেবেছো কি নিজের বাইরে? সত্যে চেয়ে দেখ আবার, দিয়েছো কি স্বাধীনতা! ৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর, রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে ৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর, রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে (Guitar Solo by Bodhisattwa Ghosh) ভুলে গেছো সবাই, দিয়ে যাওয়া সব জীবনগুলো ভেবে দেখো আবার, তুমি কি তাদের মতো সত্য সন্ধান করো, ভেবো না যা শুনেছ সত্যি সময় যায় না কভু মোছা, যা কিছু লেখা হোক না কেন! ৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর, রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে ৪৭ ষড়যন্ত্র, আজও অবিনশ্বর, রক্তাক্ত স্বাধীনতার, শেষটাই মিথ্যে
7.
Norok 03:09
এই সেই বধ্যভূমি, এই সেই নরক দ্বার কুটিল এক দেবতার, কপৌরুষ অবিচার জানি আমি দোষী আত্মা, মনে তাই নিস্তব্ধতা তবু দেবতারই নরকে, থার্ড ডিগ্রির ব্যাভিচার নরক নরক কিছু বলো, কিছু ভাব, অন্ধ সুধীজন বিভেদেরই সব তামাশা তো বোদ্ধারা সব (মুখে) কুলুপ এঁটে, চোখ ঢাকে রোদ চশমাতে মানি না এই সমাজের ভিত, বিক্রি হয় এখানে রোজ যন্ত্রণা,আমাদের. তাকে ঘিরে, গড়ে উঠেছে বিষবৃক্ষ, অহংয়ের ইমারত ধ্বংস হোক, এ শিথিল জগৎ এই সেই প্রেতযোনি, এই সেই অন্ধকার অসামাজিক এক জীবনের, এক নির্ভিক অঙ্গীকার শুনি আমি আত্মক্রন্দন , ভুলে যাই মানব বন্ধন তবু আত্মারই কপালে, চার প্রহরের অত্যাচার
8.
ভয় হয় ভয় হয় ভয় হয় ভয় হয় কোনো অশান্ত সময়ে, এক যুদ্ধের শেষে মৃতভোজীদের জঠরে, স্বাধীনতা কেঁদে ওঠে বিষেরই জ্বালা যে,জুড়ায় ক্ষিদে, মুর্শিদাবাদ যে জ্বলে স্ফুলিঙ্গ সেদিন শহীদ হয় তাই, সিরাজেরই মস্তিষ্কে বোঝাতে চেয়েছে স্বাধীন মন্ত্র, বোঝাতে চেয়েছে রাগ দিনেরই শেষে তাই অমানবিক, অন্ধকূপ হত্যা মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে, তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে মীরেরই বিশ্বাসঘাতকতায়, পলাশীর প্রান্তর কাঁদে সেদিন বাংলার হয় সর্বনাশ, নবাব এর অন্তরালে বণিকেরই সেই মানদণ্ড, আগামী গোধূলিতে, আঘাত হানলো বাংলার শিরে, রাজদণ্ড হয়ে মৃত্যুর নীল চোখে মণিতে, সিরাজ আজও হাসে, তার খঞ্জরের হাতছানিতে, অন্তরাত্মা কাঁপে আতঙ্কের অগ্নিবৃষ্টিতে, অপমান ডুবে মরে মনে আসে আত্মহত্যা, প্রতি আজানের সুরে
9.
Oh mother! What I've done For the sake of our freedom, They killed I've killed them too, Tell me what is right, what's wrong! The last dusk light still reminds me, Pain suffering and misery, We lived in ignorant tolerance, Now I've nothing in defence Searching for a ray of hope, Searching through the disturbed oak, Agony showed me the bright light, Reason to be hanged till death... It is my sacrifice you'll know, For your life, I will walk by your side, Remember I, I stood for the fight, Through last hours of Khudiram

about

Beyond the call of life and death, there comes eternity. A stillborn now dissecting the threadworks of your very own reality, a planted truth is spreading it's tentacles deep inside your fear of being obscure and forgotten.....Time cannot be altered by written documents, pain and suffering can't be forgotten by illusion of tangible success.....We rise with the scars of truth and betrayal....We come as darkness of a decade.

credits

released June 26, 2022

Written, composed, performed & recorded by Atmahatya
Mixed & Mastered by Ronny Sinha
Album art by Debarati Dey
Band photo by Shaolee Nath

license

all rights reserved

tags

about

Atmahatya Kolkata, India

Atmahatya is a Death Metal band from Kolkata, India.

contact / help

Contact Atmahatya

Streaming and
Download help

Report this album or account

If you like Atmahatya, you may also like: